ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের তরুণ শিক্ষার্থীদের গবেষনায় আগ্রহী করার লক্ষে এক প্রশিক্ষন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার রাত ৮ টায় ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের উদ্যোগে ২৯টি প্রতিষ্ঠানের ৩০ জন তরুন শিক্ষার্থীর অংশগ্রহনে এ প্রশিক্ষন উদ্বোধন করা হয়।
ডাটাস্কেপ বিগত ৭ বছর ধরে একটি স্বতন্ত্র গবেষনা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের গবেষনা ক্ষেত্রে অবদান রেখে চলছে। ডাটাস্কেপ সামাজিক ও বাজার গবেষনার পাশাপাশি তরুন গবেষক তৈরীর লক্ষ্যে বিভিন্ন ধরণের প্রশিক্ষন প্রদান করে থাকে।
অনুষ্ঠানে ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ম্যানেজার মুহাম্মদ জামাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. আতিয়ার রহমান।
তিনি বলেন, একটি দেশ স্বয়ংসম্পূর্ণ ও সফল দেশে পরিণত হতে হলে গবেষণার কোনও বিকল্প নেই। তিনি গবেষণার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে বিশদ বক্তব্য রাখেন ও ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসেন। তিনি প্রশিক্ষনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গবেষণার প্রতি সকলের আগ্রহ দেখে আমাদের মনে হচ্ছে যে, এ অংশগ্রহন সবাইকে সঠিক মর্যাদার শিখরে পৌঁছে দেবে।
Source>> Sylhetview24.news